সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সরিষাবাড়ীতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 

সরিষাবাড়ীতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের পাটাবুগা দাখিল মাদরাসার নতুন চতুর্থ তলা বিশিষ্ট ভীত ১ম তলার একাডেমিক ভবন স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বক্তব্যে রাখেন। 

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-পাটাবুগা দাখিল মাদ্রাসার সুপার আইয়ুব আলী, আ.লীগ নেতা রউফ বাচ্চু,  আব্দুস সাত্তার প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন ওয়ার্ড আ.লীগের সদস্য সোহেল রানা। এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ